Ranobir Private Home Header




Breaking News

|| যেকোন Continuous Tense কে Active to Passive voice করার নিয়ম 1 || Ranobir Private Home ||

    Active Voice To Passive Voice 

Hallo! Students. সবাইকে Free English Class এ সু-স্বাগতম। আশা করব, মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই সুস্থ আছেন। আজ আমরা শিখব, কিভাবে Voice Change করতে হয়। 

আমাদের মধ্যে অনেক দূর্বল ছাত্র-ছাত্রী আছেন, যারা Voice Change এর নামটি শুনতে পেলেই দৌড় দিয়ে পালানোর চেস্টা করে। সত্য বলতে Voice Change করা, ভয়ের কোন বিষয় নয়। 

একটি কষ্ট করে, সামান্য কিছু নিয়মের টিপস Follow করলেই Voice Change করা সহজ হয়ে উঠবে। এক সময় আপনিও হয়ে যেতে পারেন Voice Change এর Master.

আমাদের সবার জেনে নেওয়া দরকার কোন কোন Continuous Tense গুলো আমরা মাত্র 1 টি নিয়মের মাধ্যমে Active to Passive voice  এ পরিবর্তন করতে পারব।

যথা, 

Present Continuous Tense.

Present Perfect Continuous Tense.

Past Continuous Tense

Past Perfect Continuous Tense.

Future Continuous Tense

Future Perfect Continuous Tense.


আজ আমরা সহজ কিছু টিপস Follow করে শিখব Continuous Tense কে কিভাবে Active Voice To  Passive Voice এ পরিবর্তন করা যায়।

Continuous Tense চিনার অতি সহজ উপায় জানতে এখানে ক্লিক করুন

|| যেকোন Continuous Tense কে Active to Passive voice করার নিয়ম 1 || Free English Class || voice,



Continuous Tense দিয়ে Active to Passive Voice শুরু হলে--

Rule - 1) প্রথমে প্রদত্ত বাক্যের Object  টির Subjective form বসে +Helping Verb এর কোন পরিবর্তন হয় না +  being বসে + মূল Verb - এর Past Participle Form (V3) বসে + by বসে + Subject টির Objective form বসে + Full Stop (.) বসে।


★ সহজ করে বোঝার সুবিধার্থে  গঠন টি ছোট করে দেওয়া হলো


Rule - 1) Object কে subject + Helping Verb ( পরিবর্তন করা যাবে না) +  being + V3 + by + Sub কে Obj + .

Example:-- 

He is playing cricket. (Active Voice)

= Cricket is being played by him. (Passive Voice)

ব্যাখ্যা:- Sentence টি Continuous Tense হওয়ায় প্রথমে Obj সে Sub ( Cricket) বসানো হয়েছে + Helping Verb কোন পরিবর্তন না করে (is) বসানো হয়েছে +  নিয়ম অনুযায়ী being বসানো হয়েছে + V3 ( play এর Past Participle Form) played বসানো হয়েছে +  by বসানো হয়েছে + Sub (he)  কে object (him) বসানো হয়েছে + Full Stop (.) বসানো হয়েছে।

My dear Students, তোমরা দেখতেই পাচ্ছো, কত সহজেই খুব সুন্দর ভাবে Continuous Tense কে আমরা Active Voice To Passive Voice এ পরিবর্তন করতে পেরেছি।

এখন আমি তোমাদের এই নিয়ম থেকে কিছু বাড়ির কাজ দিবো। যা তোমরা কমেন্ট বক্সে উত্তরগুলো জমা দিবে। তোমারদের ভুল উত্তর হলে Live এ কমেন্ট বক্সে সঠিক উত্তর জানিয়ে দেওয়া হবে। এতে তোমাদের নিয়মের সাথে সাথে Continuous Tense কে Active to passive voice এ পরিবর্তন করার দৃঢ় অভিজ্ঞতা অর্জন করতে পারবে। 


নিম্নে Continuous Tense কে Active Voice to Passive Voice এর বাড়ির কাজগুলো দেওয়া হলো:-


1) He has been reading the book since morning. (A)

=

2) She is singing a patriotic song. (A)

=

3) They were flying kites. (A)

=

4) You were sowing seeds. (A)

=

5) We shall be watching the movie. (A)

=

প্রিয় Students এই Example গুলো দেওয়ার আমাদের একটি মাত্র লক্ষ্য, আর সেটি হচ্ছে আমাদের দেওয়া নিয়মের টিপস গুলোতে তোমাদের কতো টুকু বোঝাতে পেরেছি ও তোমরা কতটুকু শিখতে পেরেছো। এইজন্য, বাড়ির কাজগুলোর করার অনুরোধ রইল।

Continuous Tense কে Active to Passive Voice এর নিয়ম সমাপ্ত। এগুলো নিয়ম Follow করতে পারলে যেকোন Continuous Tense কে Active to Passive Voice  এ পরিবর্তন করতে পারবেন।

বিঃদ্রঃ প্রিয় ছাত্র-ছাত্রী সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আপনারা যদি মন নিয়ে উক্ত পড়াশোনাগুলো করেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারব আপনাদের অতিরিক্ত প্রাইভেট পড়ার কোন  প্রয়োজন হবে না। 

আর একটি কথা মনে রাখবেন, যদি কেউ পড়াশোনায় মনোযোগী না হয়, তাহলে সে কখনই ভালো ছাত্র-ছাত্রী হতে পারে না। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। 

প্রচারে:- Ranobir Sarker


No comments

Hi! I'm Ranobir Sarker. How can I help you?