Ranobir Private Home Header




Breaking News

|| Auxiliary Verb চেনার সহজ উপায় || Ranobir Private Home ||

Auxiliary Verb

Hallo! Students. সবাইকে Free English Class এ সু-স্বাগতম। আশা করব, মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই সুস্থ আছেন। আজ আমরা শিখব, কিভাবে Auxiliary Verb চেনা যায়। 

আমাদের মধ্যে অনেক দূর্বল ছাত্র-ছাত্রী আছেন, যারা Auxiliary Verb এর নামটি শুনতে পেলেই দৌড় দিয়ে পালানোর চেস্টা করে। সত্য বলতে Auxiliary Verb চেনা কঠিন কোন বিষয় নয়।

|| Auxiliary Verb চেনার সহজ উপায় || Free English Class || parts of speech, verb,

 একটু কষ্ট করে, সামান্য কিছু নিয়মের টিপস Follow করলেই Auxiliary Verb করা সহজ হয়ে উঠবে। এক সময় আপনিও হয়ে যেতে পারেন Auxiliary Verb এর Master.

Dear Students. Auxiliary Verb চেনার জন্য আমাদের বেশি কষ্ট করার প্রয়োজন নেই। শুধু একটু মন দিয়ে কিছু Word মনে রাখতে হবে। 

Primary Auxiliary Verbs List :- 

1) To Be Verb    : am, is, are, was, were, been, being.

2) To Have Verb: have, has, had, having.

3) To Do Verb    : do, does, did.

Model Auxiliary Verb List:-

Model:- can, could, shall, should, may, might, must, dare, need, used to, ought to.

বিঃদ্রঃ প্রিয় ছাত্র-ছাত্রী সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আপনারা যদি মন নিয়ে উক্ত পড়াশোনাগুলো করেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারব আপনাদের অতিরিক্ত প্রাইভেট পড়ার কোন  প্রয়োজন হবে না। 

আর একটি কথা মনে রাখবেন, যদি কেউ পড়াশোনায় মনোযোগী না হয়, তাহলে সে কখনই ভালো ছাত্র-ছাত্রী হতে পারে না। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। 

প্রচারে:- Ranobir Sarker

No comments

Hi! I'm Ranobir Sarker. How can I help you?