Ranobir Private Home Header




Breaking News

|| Tense কাকে বলে ? || কত প্রকার ও কি কি ||Tense চেনার সহজ উপায় || Ranobir Private Home || Tense.

  Tense

Tense কাকে বলে?

= কোন কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense বা কাল বলে। 

|| Tense কাকে বলে || কত প্রকার ও কি কি ||Tense চেনার সহজ উপায় || Free English Class || Tense,


* Present Tense (বর্তমান কাল) কাকে বলে?

=  যে Tense বর্তমান সময়কে নির্দেশ করে তাকে Present Tense (বর্তমান কাল) বলে। 


Present Tense (বর্তমান কাল) কে সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে।  যথা, 


1) Present Indefinite Tense ( অনির্দিষ্ট/সাধারণ বর্তমান কাল)

2) Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল) 

3) Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)

4) Present Perfect Continuous Tense ( পুরাঘটিত ঘটমান বর্তমান কাল )


বিঃদ্রঃ Present Tense (বর্তমান কাল) এর বিস্তারিত জানতে এখানে ক্লিক ‍করুন।


* Past Tense (অতীত কাল) কাকে বলে?

= যে Tense অতীত সময়কে নির্দেশ করে তাকে Past Tense (অতীত কাল) বলে।


Past Tense (অতীত কাল) কে সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে। যথা, 


1) Past Indefinite Tense ( অনির্দিষ্ট/সাধারণ অতীত কাল)

2) Past Continuous Tense (ঘটমান অতীত কাল) 

3) Past Perfect Tense (পুরাঘটিত অতীত কাল)

4) Past Perfect Continuous Tense ( পুরাঘটিত ঘটমান অতীত কাল )


বিঃদ্রঃ Past Tense (অতীত কাল) এর বিস্তারিত জানতে এখানে ক্লিক ‍করুন।


* Future Tense (ভবিষ্যৎ কাল) কাকে বলে?

= যে Tense ভবিষ্যৎ  সময়কে নির্দেশ করে তাকে Past Tense (অতীত কাল) বলে।


Future Tense (ভবিষ্যৎ কাল) কে সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে। যথা, 


1) Future Indefinite Tense ( অনির্দিষ্ট/সাধারণ ভবিষ্যৎ  কাল)

2) Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎ  কাল) 

3) Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ  কাল)

4) Future Perfect Continuous Tense ( পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ  কাল )


বিঃদ্রঃ Future Tense (ভবিষ্যৎ  কাল) এর বিস্তারিত জানতে এখানে ক্লিক ‍করুন।


বিঃদ্রঃ প্রিয় ছাত্র-ছাত্রী সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আপনারা যদি মন নিয়ে উক্ত পড়াশোনাগুলো করেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারব আপনাদের অতিরিক্ত প্রাইভেট পড়ার কোন  প্রয়োজন হবে না। 

আর একটি কথা মনে রাখবেন, যদি কেউ পড়াশোনায় মনোযোগী না হয়, তাহলে সে কখনই ভালো ছাত্র-ছাত্রী হতে পারে না। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। 

প্রচারেঃ Ranobir Sarker.

No comments

Hi! I'm Ranobir Sarker. How can I help you?